Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

ঢাকাথেকে ট্রেন  এবং বাস যোগে সরাসরি উল্লাপাড়ায় আসা যায় ।বাসেকল্যানপুর/টেকনিক্যাল/গাবতলী থেকে উঠতে হয় । ভোর ৭ টা থেকে রাত ৯ টাপর্যন্ত বাস পাওয়া যায় । সবগুলো গাড়ি উল্লাপাড়া হয়ে পাবনা যায় । পাবনাএক্সপ্রেস, শাহজাদপুর ট্র্যাভেলস, আলহামরা, শ্যামলী পরিবহন ইত্যাদিগাড়িগুলো বেশ ভাল । এর মধ্যে পাবনা এক্সপ্রেস, শাহজাদপুর ট্র্যাভেলস, শ্যামলী পরিবহন কোচগুলোর এসি সার্ভিস রয়েছে । এসি কোচ গুলো ঢাকা থেকে বিকাল৩-৪ টার মধ্যে ছাড়ে । ঢাকা খেকে উল্লাপাড়া আসতে বাসে প্রায় ৩.৩০ - ৪ ঘন্টালাগে । ঢাকা থেকে আসার সময় টাঙ্গাইলের এলেঙ্গায় অথবা সিরাজগঞ্জেরহাটিকুমরুলের ফুড ভিলেজ/ এরিষ্টোক্রেট হোটেলে ২০ মিনিটের যাত্রা বিরতি দেয় ।উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়া/শ্রীকোলা বাসস্ট্যান্ডে নামতে হয় । সেখানথেকে ১০/-টাকার রিক্সা ভাড়া দিয়ে উপজেলা পরিষদ ক্যামপাসে আসা যায় । মেইনগেড থেকে পূর্বদিকে আসলেই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস এ আসা যাবে।

 

অন্যদিকেট্রেনে উল্লাপাড় রেলষ্টেশনে নেমে প্রায় ২ কিমি দুরে উপজেলা পরিষদে আসতে হয়। সিএনজি চালিত থ্রি হুইলার পাওয়া যায় । মেইন গেড থেকে পূর্বদিকে আসলেই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস এ আসা যাবে।